বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ০৫Soma Majumder
পরমা দাশগুপ্ত
সরল চরিত্রদের সহজ গল্প। দেদার হাসিতে মন কাড়ল শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি।
প্রচার বলছে, ‘দমফাটা হাসির ছবি’। যার নেপথ্যে টিম ‘মীরাক্কেল’ এবং পর্দায় হাজির টলিউডের সেরা কমেডি অভিনেতাদের বেশ কয়েক জন। ছবি যে হাসিতে ঠাসা হবে, তাতে আর সন্দেহ কী! প্রত্যাশা মতোই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’ তাই মাতিয়ে দিচ্ছে সবাইকে।
ইদানীং বাংলা, হিন্দি, ইংরেজি কিংবা সিরিজ থেকে সিনেমা- সবেতেই মাল্টিলেয়ার্ড প্লটের ছড়াছড়ি। সে থ্রিলার হোক বা প্রেমকাহিনি, সম্পর্কের সমীকরণ বা ঘটনার ঘনঘটা, সবই এগোতে চায় জটিল বাঁকে। এমন সময়ে দাঁড়িয়েও ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’ এগিয়েছে একেবারে সাদামাটা, সহজ সরল এক গল্পের পথ ধরে। তাতে প্রেম আছে, বিয়ে আছে। আছে মন কষাকষি, দুঃখও। তবে তার সবটুকু জুড়েই আছে অফুরন্ত হাসিতে বোনা পলিটিক্যাল স্যাটায়ার। আছে রাজার নীতির মারপ্যাঁচ পেরিয়ে প্রজাদের জিতে যাওয়ার এক নিটোল কাহিনি।
ছবিতে কলকাতা থেকে খানিক দূরে পাটালিগঞ্জের এক সাধাসিধে ছেলে গোপাল মুখার্জি (সোহম মজুমদার)। পুতুলনাচ দেখানোই তার পেশা। যে কাজে রোজগারের দেখা নেই তেমন। আর তাই বাবা শৈবাল মুখার্জির (পরান বন্দ্যোপাধ্যায়) পেনশনটুকুই ভরসা। মা (মানসী সিংহরায়) মারা গিয়েছে বহু আগে। বাবা-ছেলের সংসারে গোপালের নিত্যসঙ্গী বকাঝকা আর বাইরে বেরোলে চায়ের দোকান থেকে বাজার সর্বত্র ধারবাকি-র গঞ্জনা। বাবা শৈবাল অবশ্য তার মধ্যেই স্বপ্ন দেখে, ঘরে লক্ষ্মীর বসত হবে এক দিন। মাথার উপরকার টালি সরে হবে পাকা ছাদ।
এ হেন গোপাল গ্রামের দাদা সাধন সরকার (সুমিত সমাদ্দার)-এর বায়নায় খেলা দেখাতে যায় তার শ্বশুরবাড়ির গ্রাম পঞ্চমীতে। সেখানেই সে প্রেমে পড়ে যায় এক সুন্দরী কন্যে রাইয়ের (দিতিপ্রিয়া রায়)। এদিকে গুরুদেবের (দীপঙ্কর দে)পরামর্শে তার শিষ্যা পদ্মরানির (তনিমা সেন) বিধবা মেয়ে সেই রাইয়ের সঙ্গেই ছেলের বিয়ে ঠিক করে শৈবালও। এতে নাকি লক্ষ্মীলাভ হবেই!
বিয়ে করে রাই পাটালিগঞ্জে আসতেই নতুন টানাপোড়েন শুরু! তাকে আগামী বিধানসভা ভোটে ধূপদানি চিহ্নে প্রার্থী করে শাসক দলের স্থানীয় নেতা সুবোধ মাল (রজতাভ দত্ত)। পাল্টা চালে গোপালকে ধূপকাঠি চিহ্নে প্রার্থী করে বিরোধী দল। ব্রেকিং নিউজ পেতে তাদের হাঁড়ির খবরের দিকে তাক করে থাকে টিভি চ্যানেলের নামী সাংবাদিক মীর (মীর আফসার আলি)-ও। কোন দিকে গড়াবে ভোটের ভবিষ্যৎ? কার দিকে ঝুঁকবে পাটালিগঞ্জের গুড়ের মতো মিষ্টি মানুষগুলো? নাকি রাজনীতির দলাদলি বদলে দেবে দুই সদ্যবিবাহিত দম্পতির মনের সমীকরণ? এ সব নিয়েই এগিয়েছে ছবির গল্প।
পরান বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমা সেন, সুমিত সমাদ্দার, মীরের মতো জাত কমেডি অভিনেতারা যে জমিয়ে দেবেন, সে কথাই বাহুল্য। যথারীতি এ বলে আমায় দেখ, ও বলে আমায়! তবে এমন হেভিওয়েটদের ভিড়েও দুরন্ত অভিনয়ে মুগ্ধতা কুড়িয়ে নেন সোহম। সহজ সরল এক গ্রামের ছেলের নিষ্পাপ সততা, প্রেমে মশগুল এক তরুণের আবেগ কিংবা রাজনীতির মারপ্যাঁচ থেকে দূরে থাকতে চাওয়ার আকুলতা- সবেতেই তিনি ভীষণ রকম অনায়াস। কমেডি টাইমিংয়ে পাল্লা দেন দিতিপ্রিয়াও। তবে হ্যাঁ, তাঁর মধ্যে এখনও যেন ‘রানি রাসমণি’র বাস। তা থেকে বেরিয়ে আসার জায়গাটায় এবার খানিক মনোযোগ দেওয়া জরুরি।
ভাল লেগেছে গানের ব্যবহারও। ইমন চক্রবর্তী এবং বিয়ের পরে এই প্রথম অনুপম রায় ও প্রশ্মিতা পালের যুগলবন্দিতে গানগুলো মন কাড়ে।
এ ছবির আসল নায়ক অবশ্য কাহিনি-চিত্রনাট্যকার ইমন চক্রবর্তীর চোখা সংলাপ। বিশেষত রাজনীতির ময়দানের চরিত্রদের সংলাপগুলো একাধারে বুদ্ধিমত্তা ও রসবোধের জমাটি জুটি। তবে হাসির খোরাক মানেই যত্রতত্র আদিরসের ছড়াছড়ি করে দেওয়াটা খানিক মীরাক্কেলীয় হয়ে গিয়েছে। আর তা বেশ কিছুটা ওভারডোজও হয়েছে বটে।
অন্য স্বাদের মজাদার প্লট। তবে রাজনীতির রঙ্গে-ব্যঙ্গে মোড়া হাসির ছবিতে ইচ্ছেমতো ইমোশন গুলতে গিয়ে মাপটা খানিক বেশি হয়ে গিয়েছে কোথাও কোথাও। এটুকু খামতি এড়াতে পারলে এ ছবি ঝকঝকে স্মার্ট হয়ে উঠত অনেকটাই। পরের ছবিতে পরিচালক এদিকটায় নজর দেবেন নিশ্চয়ই।
#PataligunjerPutulkhela #ReviewofPataligunjerPutulkhela #Tollywood
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বলিউডকে বিদায় জানিয়ে টম ক্রুজের নতুন ছবিতে অনুরাগ কাশ্যপ? ...
একেন হাজির হতেই শুরু বিভ্রাট, ‘পুরো পুরী’তেই সিরিয়াল কিলারকে ধরার শুরু অভিযান...
পাঞ্জা লড়ে, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তুলে সেনা দিবস পালন সানি-বরুণের!...
একা রণবীরে রক্ষা নেই, ‘ধুম ৪’-এ তাঁর দোসর ভিকি কৌশল? ...
আমি তোমাকে ঘৃণা করি! ১৫০০ মানুষের সামনে রেখাকে কীভাবে শান্ত করেছিলেন অমিতাভ? ...
প্রয়াত জয়দীপ আহলাওয়াতের বাবা, শুনেই 'পাতাল লোক ২'-এর প্রচারের মাঝে কী করলেন অভিনেতা? ...
এক টুকরো সম্পর্কের গল্প বলবেন রজতাভ দত্ত, ভালবাসার মরশুমে কোন ছবি ফুটে উঠবে 'সেলাই'-এ?...
রাম চরণের ‘গেম চেঞ্জার’-এর নির্মাতারা ‘মিথ্যাবাদী’! তোপ রাম গোপাল বর্মার, কিন্তু কেন? ...
‘জওয়ান’-এর পর ফের পুলিশি অবতারে আসছেন শাহরুখ? ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে বড় ঘোষণা মধুর ভাণ্ডারকরের...
Breaking: টানটান রহস্যের পর এবার হাসির ফোয়ারা, অয়ন চক্রবর্তীর আগামী ছবিতে অন্য রূপে স্বস্তিকা! ...
Exclusive: চন্দ্রর মৃত্যুর দায় কার? 'ফসিলস' প্রাক্তনের আলোচনা থেকে স্মৃতিচারণে সিধু, সুরজিৎ, সৌমিত্র, উপল...
রাহুল গান্ধীকে ‘গাধা’ বলে খোঁচা পরেশ রাওয়ালের? ‘বাবু ভাইয়া’র কাণ্ড দেখে শুরু হইচই...
রিতেশ দেশমুখকে বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ! স্ত্রী থাকতেও কেন এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন 'বাদশা'?...
অভিনব কায়দায় মেয়ের নাম জানালেন মাসাবা, সেই নামের অর্থ জানেন কি? ...
‘ফসিলস’-এর প্রাক্তন চন্দ্রমৌলীর মৃত মুখ কেন দেখতে চান না? কারণ জানালেন রূপম...